মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত আবিদ উল্লাহর ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, শনিবার সকালে মহাসড়কের বড়তাকিয়া এলাকায় বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে বাসটি যাত্রী নেওয়ার জন্য ধীরগতিতে চালালে পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাস ও কাভার্ডভ্যানের চালক ও সহকারি পালিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টায় মোহাম্মদ সালাউদ্দিন নামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জনকে হাসপাতাল আনা হয়েছিলো। তিনি সম্ভবত ঘটনাস্থলে মারা গিয়েছিলেন। পরবর্তীতে পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।