আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে হিতকরী’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত মাহফিল ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

হিতকরী'র সভাপতি জহির উদ্দিন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর ছাপা নিলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, জামায়াতে ইসলামী মায়ানী ইউনিয়ন শাখার সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি মো. আলা উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক ইউনুস নূরী, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, আবুল বশর স্মৃতি সংসদ ও পাঠাগারের পরিচালক শরফুু উদ্দিন, মিরসরাই এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। 

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামী ও আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী হযরত মোহম্মদ (সাঃ) এর সিরাত বিষয়ক আলোচনা করেন। আলোচনা শেষে হযরত মোহম্মদ (সাঃ) এর সিরাত নিয়ে উপস্থিতিদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।