চকরিয়ার বরইতলীর পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দে নবনির্মিত বিদ্যালয়ের নতুন ভবনটি শনিবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এ সময় তিনি বলেছেন, স্বাধীনতার পর অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কোন সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের টেকসই উন্নয়নে কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করা হবে। কাজ করছেন বর্তমান সরকার। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়ন অগ্রগতির মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সুধী সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদের সার্বিক প্রচেষ্ঠায় ভবনটি হয়েছে। সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সেলিম হোসেন, পহরচাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অমিত নাহা, সালাহ উদ্দিন, ঠিকাদার দিদারুল ইসলাম, বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম বাদল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন মেম্বার, আবুল হোসেন, নাছির হায়দার, প্রাক্তন শিক্ষার্থী আবদুল গণী।