আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নিখোঁজ না পালিয়ে বিয়ে!

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : সোমবার ১৪ নভেম্বর ২০২২ ০২:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এক ছাত্রী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে। জানা যায়,গত রবিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ে আসার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি দৈয়া মালা চাকমা (১৬) নামের এক স্কুলছাত্রী। এ ঘটনায় তার পিতা সোনা চাকমা রবিবার রাতে আলীকদম থানায় একটি নিখোঁজের ডাইরী দায়ের করেছেন। নিখোঁজ ছাত্রীটি আলীকদম আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। তিনি আলীকদম নয়াপাড়া ইউনিয়নের বনপুর পাড়ায় বাসিন্দা। থানার দায়ের করা সাধারণ ডাইরী নং- ৫০৪ সূত্রে জানা যায়,১২ নভেম্বর সকাল নয়টার আলীকদম আইডিয়াল স্কুলে যাবে বলে ওই ছাত্রী ঘর থেকে বের হয়। পরে সে আর ঘরে ফিরেনি। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে, নিখোঁজ ছাত্রীর একজন বান্ধবী জানায়,রবিবার দুপুরে এবং বিকেলে একটি নাম্বার থেকে ফোন দিয়ে নিঁখোজ দৈয়া মালা চাকমা তার সাথে কথা বলেছেন। এ সময় সে জানায়, চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে ছোটন নামের এক যুবকের সে ভালবেসে স্বেচ্ছায় বিয়ে করেছে। এ বিষয়ে সোমবার দুপুরে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, রবিবার ওই ছাত্রীটি তার কাছে গিয়ে বলে যে, স্বেচ্ছায় সে ছোটনকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে। এ ঘটনার বিষয়টি আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনকে জানিয়েছিলেন তিনি। পরে মেয়েটি কোর্টে এফিডেবিট করে ধর্মান্তরীত হয়েছেন। চেয়ারম্যান সাহাব উদ্দিন আরো জানান, মেয়েটির জন্ম সনদে দেখা প্রতিয়মান হয়েছি যে তার বয়স ২০ বছর। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, ছাত্রী নিখোঁজের বিষয়টি অনুসন্ধান চলছে। যে লোকেশনের আছে সেখান থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।