আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍‍্যংছড়ি-মিয়ানমার'সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে একজনের পা বিছিন্ন!

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০৭:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ভাজাবনিয়া পাড়াস্থ জিরো লাইনে এক রোহিঙ্গা বৃদ্ধ মাইন বিস্ফোরণের কবলে পড়ে বাম পায়ের গোড়ালি বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ'র পূর্বে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি জিরো লাইনের বিভিন্ন জায়গাতে মাইন বসিয়ে চলে যায় বলে এপারে এপারের

( ভাজাবনিয়া) স্থানীয়দের জনশ্রুতি রয়েছে। জুমার নামাজ পরবর্তী হঠাৎ বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পাই এক বৃদ্ধ উক্ত স্থানে কাতরাচ্ছে। 

তাৎক্ষণিকভাবে ভাজাবনিয়ার মৃত আব্দু শুক্কুরের ছেলে আনুসহ দুই একজন গিয়ে আহত বৃদ্ধকে উদ্ধার পূর্বক সিএনজি যোগে কুতুপালং এম এস এফ হসপিটালের নিয়ে যায়। আহত ব্যক্তির নাম লেঠু,তিনি  টিভিটাওয়ার সংলগ্ন ক্যাম ৭ 'র রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানাগেছে।