অবৈধভাবে সীমান্ত অতিক্রম করাই নয়জন মিয়ানমারের নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়েছে।
১লা অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি'র আওতাধীন রেজুআমতলী বিওপির পশ্চিম দিকে স্থানীয় রেজুআমতলী মোড়ে গোয়েন্দা সদস্য কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসার সময় সিএনজি তল্লাশী করে নয়জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। উল্লেখ্য যে, উক্ত মিয়ানমারের নয়জন নাগরিক বাইশফাঁড়ি বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন আমবাগান নামক স্থান দিয়ে বাংলাদেশী স্থানীয় দুইজন পাহাড়ী নাগরিক এর সহযোগীতায় অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরবর্তীতে কর্তৃপক্ষের আদেশক্রমে রাতেই আটককৃ মিয়ানমারের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
আটককৃত সবাই মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের লোক। আটকৃত হলেন।
শ্রী নিকিতা (২০)
কবিতা (৪),
শ্রী সুমা (২০)
অভি (২)
আকাশ (৩)শ্রী উষা রাণী (২৮)
রিতু (৩) শ্রীদম (২১)
প্রকাশ।
সবার স্থায়ী ঠিকানা সুধারপাড়া।
থানা- মংডু।জেলা- মিয়ানমার। উল্লেখ্য উক্ত ঘুমধুম সীমান্ত এলাকা জুড়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টরা সফলতার সাথে ব্যাপক কর্ম তৎপরতা অব্যাহত রেখেছেন যার ফলশ্রুতিতে আটক হচ্ছে বিভিন্ন ধরনের মাদক এবং বিভিন্ন বাংলাদেশি পণ্য। সীমান্ত পেরিয়ে ঘুমধুমের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় সময় অবৈধ অনুপ্রবেশর চেষ্টা করে আসছেন মিয়ানমারের নাগরিকরা। তা সফলতার সঙ্গে প্রতিহত করছেন সীমান্ত সংশ্লিষ্টরা।