আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে ল‍্যান্ড মাইন বিস্ফোরণের বিকট শব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ০৮:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

শনিবার ভোর ৬টা ১৮মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তের সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ৪৫ নং পিলারের মিয়ানমারের অল্প ভিতর সালিডং নামক স্থান থেকে বিকট শব্দ করে একটি ল্যান্ড মাইন বিস্ফোরণের শব্দে কেপে ওঠেছে সীমান্ত জনপদের কিছু এলাকা। জামছড়ি এলাকার মোঃ তৈয়ব জানান,যখন বিস্ফোরিত শব্দ আসে তখন তিনি ঘুমিয়ে ছিলেন ঘরের ভিতরে মাটির উপর পাঠি বিছিয়ে,কয়েক সেকেন্ডের জন্য মাটি কেপে ওঠার ফলে তার মাঝে আতঙ্ক দেখা দেয়। স্থানীয় আরো কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,গত প্রায় ৮মাস ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিন শত শত মিয়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাকারবারিরা গরু নিয়ে আসছে বাংলাদেশের অভ্যন্তরে,এই কাজ করতে গিয়ে বাংলাদেশের অনেক চোরাকারবারি মিয়ানমারের ভিতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু সহ,আরো বিভিন্ন মালামাল আনার জন্য গিয়ে মিয়ানমারের পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এই পযর্ন্ত আহত নিহত হয়েছে অসংখ্য মানুষ।