আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে আসা মিয়ানমারের ১২ গরু আটক: অভিযান আরো জোরদার করার দাবি

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন মোট ১২টি গরু আটক করেছে।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ভাল্লুক খাইয়া বিওপির ক্যাম্প কমন্ডার নায়েক সুবেদার মোঃ আজম খানের নেতৃত্বে  টহল দল কর্তৃক বিওপি থেকে উত্তর-পশ্চিম দিকে রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে মালিক বিহীন অবৈধ ৯টি  বার্মিজ গরু আটক করে। অপর দিকে রামু উপজজেলার বড় জামছড়ি এলাকা থেকে ৩ টি গরু আটক করা হয়।অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমন্ডারের  দিক নির্দেশনায় দিনরাত কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা। আটককৃত  বার্মিজ গরু বতর্মানে নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন হেফাজতে রয়েছে যা পরবর্তীতে নিলাম কার্যক্রম করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে সুত্রে জানা জানা গেছে। উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন ৪৮ নং সীমান্ত পিলার এলাকার বাংলাদেশ -মিয়ানমার সীমান্ত এলাকার চেলিরটাল নামক জায়গা দিয়ে সীমান্ত এলাকার কয়েকটি প্রভাবশালী চোরাকারবারি সিন্ডিকেটের লোকজনের মাধ্যমে হাটা পথে এনে কচ্ছপিয়ার বিভিন্ন ঘর এবং খামারে মজুদ করা হয় গরু এবং মহিষ। যা পরবর্তীতে বৃহস্পতিবার এবং সোমবারে বাজারে তুলে দেশীয় রশিদের মাধ্যমে বিক্রি করে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।এবিষয়ে সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে কথা হলে,তারা নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশীয় খামারিদের বাঁচাতে হলে অভিযান আরো জোরদার করার দরকার।