সোমবার ১১ ডিসেম্বর বিকেল তিনটা থেকে ২০ মিনিট সময়ের মধ্যে থেমে থেমে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির দায়িত্বপ্রাপ্ত নিকুছড়ি বিওপি এলাকার সীমান্ত পিলার ৪২ মাঝামাঝি জায়গা দিয়ে মিয়ানমারের অভ্যান্তরের বিশিকদার পাড়া এলাকা নামক জায়গা থেকে ৩টি মর্টারশেল নিক্ষেপের বিস্ফোরিত বড় আকারের শব্দ শোনা আসে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার ভিতরে। উল্লেখ্য মিয়ানমারের ভিতরে চলে আসা সেদেশের বিদ্রোহী গ্রুপ এবং সরকারি বাহিনীর মাঝে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে চলছে তুমুল যুদ্ধ উক্ত সংঘর্ষে বিভিন্ন সময় ব্যবহারিত উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদ বিস্ফোরণের শব্দ বাংলাদেশের ভিতরে শোনা যায়।