আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় দুই দফায় এলো বিস্ফোরণের বিকট আওয়াজ

মো: ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ৩১ অগাস্ট ২০২৪ ০৬:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দুই পিলারের মধ্যবর্তী জায়গা দিয়ে দুই দফায় বিশাল আকারের বিস্ফোরণের আওয়াজ সীমান্ত অতিক্রম করে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা এসেছে মিয়ানমার থেকে। শনিবার ৩১ আগষ্ট সকাল ৭ টা ৫৮ মিনিটের সময় ৪৫ এবং ৪৬  পিলারের মধ্যবর্তী জায়গা দিয়ে একটি বিশাল শব্দের বিস্ফোরিত আওয়াজ সীমান্ত এলাকার আধা কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শুনা আসে বলে জানান কৃষক মোঃ আবুল হোসেন।অপর দিকে দুপুর ২টা ২৯ মিনিটের সময় উপরে উল্লেখিত সীমান্ত পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে বিস্ফোরণের একটি তীব্র আওয়াজ নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামছড়ি এলাকায় শুনা আসে বলে জানান শিক্ষক মোঃ জোবাইয়ের। সীমান্ত এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সকাল এবং দুপুরে যে বিস্ফোরণের আওয়াজগুলো এসেছে তা সম্ভবত মিয়ানমারের চেংছড়ি এবং পুরান মাইজ্জা নামক এলাকা থেকে এসেছে। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ির সঙ্গে যতটুকু সীমান্ত এলাকা  রয়েছে মিয়ানমারের তা বতর্মান সময়ে নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার সরকার নিয়ন্ত্রিত বাহিনীগুলো। চলতি সময়ে মিয়ানমার অংশের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে রয়েছে সেদেশের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মি। ধারণা করা হচ্ছে, মিয়ানমার অংশের সীমান্ত এলাকা জুড়ে নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র আরকান আর্মির উপরে জান্তা সরকার সমর্থিত অন্য আরেকটি বিদ্রোহী গ্রুপ মাঝেমধ্যেই হামলার চেষ্টা চালায়,শনিবার সকাল এবং বিকেলে যে দুই দফা বিস্ফোরণের  আওয়াজ এসেছে তা হয়তো ঐ বিদ্রোহী দুই গ্রুপের মাঝে ব্যবহারিত গোলাবারুদের বিস্ফোরণের শব্দ নাইক্ষংছড়ি সীমান্ত এলাকায় শুনা এসেছে।