এক সপ্তাহ পরে মিয়ানমার থেকে এলো ভয়াবহ বিস্ফোরণের বিকট শব্দ,বুধবার রাত ৮টা ২৯ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামছড়ির নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার এলাকার ৪৫সীমানা এলাকার মাঝ দিয়ে একটি বিকট শব্দের আওয়াজ মিয়ানমারের সামান্য দুর থেকে এসেছে বলে সীমান্ত বর্তী কয়েক ব্যাক্তি জানিয়েছ। জামছড়ি এলাকার স্থানীয় আব্দু রহমান জানিয়েছেন তাদের সীমান্ত এলাকায় টানা ৯ দিন পযর্ন্ত কোন ধরনের বিস্ফোরিত শব্দ মিয়ানমার অভ্যন্তর থেকে আসেনি কিছুদিন বিরত থাকার পরে। হঠাৎ করে বুধবার রাতে বিস্ফোরণের বিকট শব্দ বাংলাদেশের অভ্যন্তরে আসাতে আবারো আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের সীমান এলাকাতে। সীমান্ত বর্তী অনেকেই এই প্রতিবেদকে জানিয়েছে বিস্ফোরণের শব্দটি সম্ভবত মিয়ানমারের ভিতরে মাইন বিস্ফোরণের আওয়াজ,হয়তো চোরাচালান করতে গিয়ে মানুষের সংস্পর্শে মাইনের বিস্ফোরিত আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরে এসেছে আর নয়তোবা কোন জীবজন্তু চলাচল করার সময় তাদের স্পর্শেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।