নাইক্ষ্যংছড়ির ব্যাপক পরিচিত উপবন লেকে বছরের শুরুতেই স্থানীয় এবং বাইরের দুর দূরান্ত থেকে আসা পর্যটকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, বর্তমানে পর্যটন এলাকা সেজেছে বধুর সাজে
বৃদ্ধা এবং মধ্যবয়সী থেকে শুরু করে কোমলমতি ছোট শিশুদের সময় কাটানো এবং খেলাধুলা করে সময় পার করার মতো রয়েছে দৃষ্টিনন্দন অনেক কিছুই।
বিশেষ করে ঝুলন্ত ব্রিজ,ওয়াচ টাওয়ার, স্বচ্ছ পানির উপর দিয়ে প্যাডেল চালিত বোটে চড়ার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ।
গত এক সপ্তাহ আগে মুখরোচক খাবারের জন্য উদ্বোধন হয়েছে পাপড়ি ইকো রেষ্টুরেন্ট নামে একটি খাবারের প্রতিষ্টান এতে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের মাঝে যোগ হয়েছে নতুন মাত্রা।
নাইক্ষ্যংছড়ি লেকে কর্মরত কর্মচারী মোঃ শফি জানান সময় যত যাচ্ছে এই লেকের পরিচিতি তত বাড়ছে মানুষের মাঝে,তাই অনেক নবদম্পতি,পরিবার এবং আত্মীয়-স্বজন নিয়ে পার্শ্ববর্তী এলাকা রামু,কক্সবাজার, টেকনাফ,ঈদগাহ,চকরিয়া থেকে মানুষ আসছে প্রতিদিন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা কর্মকর্তা রোমেন শর্মা জানান উপবন লেককে আরো দৃষ্টিনন্দন করে পর্যটকদের মাঝে যাতে রোমাঞ্চকর অভিজ্ঞতার সঞ্চার হয় সে বিষয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ বলেন,উক্ত লেকটির আরো সুন্দর্য বর্ধন হয়ে শৈল্পিক ছোঁয়ায় পর্যটকদের মাঝে আরো আলোড়ন তুলবে খুব সহশাই।