আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্তে বড় আকারের ৫টি বিস্ফোরণে শব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ০৯:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ৮নং ওয়ার্ডের ৪৬/৪৭ নং সীমান্ত পিলারের দিয়ে সন্ধ্যা ৭টা ৮ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পযর্ন্ত মোট ৫টি বিশালাকার বিস্ফোরণের শব্দ সীমান্ত এলাকা দিয়ে জামছড়ি,এবং চেরারমাট এলাকায় এসেছে বলে জানাগেছে।

গত ১৫ নভেম্বরে থেকে মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ চলছে আর আর্মি এবং সে দেশের সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনীর মধ্যে ঐ সংর্ঘষে ব্যবহারিত বহু ধরনের গোলাবারুদের বিস্ফোরিত শব্দ বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে আতঙ্ক সৃষ্টি করে আসছে মানুষের মাঝে।

গত ৪দিন পযর্ন্ত নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের ৩১ থেকে ৫৫ পিলার পযর্ন্ত গোলাবারুদ বিস্ফোরণের শব্দ আসেনি।

জামছড়ির স্থানীয় ইউপি সদস্য মোঃ সাবেরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে,তিনি বলেন মিয়ানমারের ভিতরে থেকে যে ৫টি বিস্ফোরণের আওয়াজ এসেছে সে আওয়াজগুলো বিশাল শব্দের।

আমতলি মাঠের স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়,বিকট শব্দের বিস্ফোরিত আওয়াজগুলো তার এলাকাতেও এসেছে। একই এলাকার ব‍্যাবসায়ী মোঃ করিম জানান,এত বড় আওয়াজ তিনি এই প্রথম শুনেছেন।