আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
নিস্তব্ধ হয়ে গেছে গোলাবারুদ বিস্ফোরণের শব্দ

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তে ফিরেছে শান্তি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ ১১:৫৪:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 

সীমান্ত এখন সম্পূর্ণভাবে নিরব হয়ে গেছে। নেই কোন মাইন বিস্ফোরণ,রকেট লাঞ্চারের শব্দ গোলাগুলির আওয়াজ সহ নিয়মের তোয়াক্কা না করে মিয়ানমারের হেলিকপ্টার এবং বিমান সীমান্তে এসে মহড়া দেওেয়ার খবর।

বিগত একমাস ধরে সীমান্তের কোন সীমানা পিলার দিয়ে হট্টগোল হয়নি একবারও,নাইক্ষ‍্যংছড়ি -মিয়ানমার সীমান্তের প্রায় ৫২ কিলোমিটার সীমানা জুড়ে পাহাড়,নদী,সমতল এবং দূর্গম জায়গার সংমিশ্রনে সীমানা।

গত একমাস আগে ঘুমধুম থেকে  শুরু করে পাইনছড়ি পযর্ন্ত মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর  অনবরত ভাবে প্রায় তিন মাসের অধিক সময় ধরে চলেছে তুমুল সংঘর্ষ।

 

 ওই সংঘর্ষে ব্যবহারিত বিভিন্ন মারণাস্ত্রের প্রকট শব্দ বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার ভিতরে এসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত 

আবার বেশ কয়েকবার মিয়ানমার বাহিনীর ছোড়া  রকেট লাঞ্চার,বাংলাদেশের অভ্যন্তরে এসে জানমালের ক্ষয়ক্ষতি করেছে এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ জানমালার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হইয়ে পড়ে মাসের পর মাস।

 বর্তমান সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

ঘুমধুম ইউনিয়নের তমব্রু ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলম বলেন বর্তমানে তাদের এলাকার কোন ধরনের সীমান্ত জনিত সমস্যা আর নেই তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্দ্বিধায় স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন।

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তার নিয়ন্ত্রণাধীন সীমান্ত জনপদের মানুষ আগের মত জীবন যাপন করছেন সীমন্ত কোন হট্র গোলের খবর নেই।