আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তের জামছড়ি দিয়ে ভোরে এলো ৩০ বিকট বিস্ফোরণের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১৮ নভেম্বর ২০২৩ ১০:১১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সদর  ইউনিয়নের জামছড়ি এলাকার সীমান্ত পিলার ৪৬/৪৭ দিয়ে শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পযর্ন্ত  প্রায় ৩০ টির অধিক  বড় শব্দ করে গোলাবারুদ বিস্ফোরণের শব্দ মিয়ানমারের ভিতর থেকে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে এসেছে বলে জানা গেছে এলাকাবাসী সুত্রে।

বুধবার ১৫ নভেম্বর ভোর থেকে শুরু হওয়া মিয়ানমারের ভিতরে সে দেশের সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বাহিনীর সঙ্গে চলছে যুদ্ধ,চলমান এই সংর্ঘষে দু পক্ষের মাঝেই ঘটেছে আহত নিহতের ঘটনা।

জামছড়ির স্থানীয় ইউপি সদস্য মোঃ ছাবের বলেন,অন‍্যদিনের চাইতে শনিবারে  গোলাবারুদ বিস্ফোরণের শব্দ তার এলাকায় কম এসেছে।

জামছড়ি এলাকার ব‍্যাবসায়ী মোঃ রহমান বলেন,সকাল ৯টার পরে তেমন গুলাগুলি এবং মর্টারশেল বিস্ফোরিত শব্দ সন্ধ্যা ৭টা পযর্ন্ত আসেনি। সীমান্তের অনেকেই আশংকা প্রকাশ করে বলেন ,মিয়ানমারের ভিতরে চলতি এই সংঘর্ষের ফলে আক্রান্ত এলাকার অনেক উপজাতি বাংলাদেশের ভিতরে সীমান্ত এলাকায় থাকা স্বজনদের কাছে আশ্রয় নেবার জন‍্য অবৈধভাবে অনুপ্রবেশ করতে পারে?