আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবি সদস্যদের উপর চোরাকারবারিদের হামলা

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ৯ এপ্রিল ২০২৩ ০৯:৩৪:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 

নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবি টহল দলের উপর চোরাকারবারীদের আক্রমণে চারজন বিজিবি সদস্য গুরুতর ভাবে  আহত হয়েছে।

দেশীয় প্রাণীজ সম্পদ শিল্প রক্ষার্থে মায়ানমার থেকে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আসা অবৈধ গরু চোরাচালানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এই অভিযানে প্রায় ১৩শ গরু আটক করেছে বিভিন্ন সময়ে আটক ক্রিত গরুর সমমূল্য ১৩ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল শনিবার রাতে সীমান্তের চোরাই গরু জব্দ করতে টহল দল পায়ে হেঁটে ক্যাম্পে ফেরার সময়  আনুমানিক ৮টা ৪০ মিনিটের সময় রামু উপজেলার  কাউয়ারখোপ নামক স্থানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারী, দুষ্কৃতিকারী ও স্থানীয় সহযোগী সহ প্রায় ২০০ হতে ৩০০ জন লোক দেশীয় অস্ত্র, লাঠিশোঠা ও ইটপাটকেলসহ বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা করে শুরু করে। টহলদলের সবাই কমবেশী আহত এবং তিনজন সদস্য গুরুতর আহত হয়। এ সময় টহল দল সরকারী জানমাল রক্ষার্থে এবং আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হলে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় ঘটনাস্থল হতে ১টি  দেশীয় একনলা বন্দুক, ১টি ক্রিজ এবং ১টি দা উদ্ধার করতে সক্ষম হয়। আহত বিজিবি সদস্যদের চিকিৎসার জন্য নিকটস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এছাড়াও গুরুতর আহত আরো তিনজন বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ভবিষ্যতে বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানী সংশ্লিষ্ট কার্যক্রম দেশের স্বার্থে দমনে কঠোরতর পদক্ষেপ নিবে বলে নাইক্ষ‍্যংছড়ি বিজিবির দপ্তর থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।