নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ৩২ টি বার্মিজ গরু আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আওতাধীন ভালুকখাইয়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক বিওপি থেকে উত্তর-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার ৪৯ এর শুন্য লাইন থেকে পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রাবার বাগান নামক এলাকা হতে মালিক বিহীন ৩২ টি বার্মিজ গরু আটক করা হয়। আটক হওয়া মিয়ানমারের অবৈধ গরুর আনুমানিক বাজার মুল্য ৩৮ লক্ষ টাকা বলে জানা যায়।
উক্ত গরুগুলো পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়ির-মিয়ানমার সীমান্তের কিছু দুর্গম পথ দিয়ে সীমান্ত এলাকার চোরাকারবারিদের সহযোগিতায় পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে রাজস্ব বিহীন অবৈধ গরু আনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিন ধরে।তবে এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরুধে ব্যাপক তৎপর রয়েছে বলে জানা যায়।