আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে বাল‍্য বিয়ে প্রতিরোধ, বিশ হাজার টাকা জরিমানা

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ২০ মার্চ ২০২৩ ০৯:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বাল্যবিবাহ প্রতিরোধ আইনে অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১টার সময় নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদে কার্যালয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা ও ১নং সদর ইউনিয়নের চেয়্যারম্যান মো: নুরুল আবছার ইমনের এর উপস্থিতে বাল্য বিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী বাল্য বিয়ে প্রতিরোধ করা হয় এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে কন্যার পিতাকে দোষী করে বাল্য বিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্য বিয়ে দেওয়া মেয়ের নাম উম্মে হাফসা (১৬) পিতা- জাহেদ হোসেন। সাং- দক্ষিণ সালামি পাড়া। ৩ নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, থানা- নাইক্ষ্যংছড়ি। উপজেলা নির্বাহী কর্মকর্তার তড়িৎ এরক ব্যবস্থা গ্রহণ করাতে এরকম বাল্য বিয়ে আয়োজনে অন্য অভিভাবকদের মাঝেও প্রভাব ফেলবে বলে মনে করেন অনেকেই।