বুধবার ২৯ নভেম্বর বিকেল ৪টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওযার্ডের সুলতান মৌলভীর টেক নামক স্হান হতে রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীর পাড়ার গরু ব্যাবসায়ী আজিম ও তার সহযোগীরা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সালামীপাড়ার বাসিন্দা ইদ্রিস (২২)কে প্রহার করে মটর সাইকেলে তুলে নিয়ে জিম্মি করেছে বলে জানাগেছে। জানাযায় , কয়েকদিন আগে রামু থানাধীন কচ্ছপিয়ার ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা গরু ব্যাবসায়ী আজিম ও তার সহযোগীসহ ৫ জন মিয়ানমার হতে সীমান্তে দিয়ে অবৈধ বার্মিজ গরু পাচারকালে ১ টি গরু অসুস্থ হয়ে পড়লে ঐ গরুটি সীমান্ত পিলার -৪৫-৪৬ এর মধ্যেবর্তী নূর আলম কোম্পানির চা বাগানে লুকিয়ে রাখে। ইদ্রিস উক্ত অসুস্হ গরুটির সন্ধান পেয়ে কয়েকজন মিলে উক্ত স্থানে গরুটি জবাই করে মাংস ভাগ বন্টন করে বিক্রি এবং ঘরে নিয়ে যায়। বিষয়টি গরুর মালিক আজিম পরবর্তীতে ইদ্রিসকে গরু বাবদ অর্থ পরিশোধ করতে বলে। অর্থ পরিশোধ না করার ইদ্রিসকে উপরোল্লিখিত স্থান থেকে মারধর করে জোর করে মটর সাইকেলে করে তুলে নিয়ে যায়। তার এলাকা হাজীর পাড়ায় জিম্মি করে রাখে বলে জানাগেছে।
জিম্মি করে নিয়ে যাওয়ার ব্যাক্তির নাম
ইদ্রিস (২২)
পিতাঃ আজিজুল হক
সালামীপাড়া, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে
বর্তমানে জিম্মি ব্যক্তিকে কচ্চপিয়া ইউপির হাজিরপাড়াস্হ মৌলভীকাটা নামক স্থানে আটক করে রাখা হয়েছে বলে জানাযায়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবছারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেল,তিনি জানান উক্ত বিষয়ে তাকে কেউ কিছু জানাননি,তবে একজন গোয়েন্দা সদস্য থেকে বিষয়টি শুনেছেন।