নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৪জানুয়ারি) সকাল দশটায় কলেজ ছাত্রলীগের ব্যানারে কলেজ এবং উপজেলার নেতা-কর্মীদের নিয়ে আনন্দ মিছিল করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। হাজী এম এ কালাম সরকারি কলেজের অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি মো: সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। প্রধান অতিথি তসলিম ইকবাল চৌধুরী বলেন,ছাত্রলীগ করতে হলে আগে ভালো ছাত্র হতে হবে। কলেজে ছাত্র-ছাত্রীদের যদি কোন ধরনের কোন সমস্যা হয়,ভর্তি বা বইয়ের ব্যাপারে কোন ধরনের সমস্যা হয়,তাহলে কলেজ ছাত্রলীগের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগ এ বিষয়ে সহযোগিতা করে যাবে। তিনি কলেজ ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন,কলেজে যেন কোন বহিরাগত এসে কলেজ ছাত্রলীগের নাম ভাঙিয়ে কলেজের এবং সংগঠনের সুনাম নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথিদের বক্তব্যের মধ্যে আরও উঠে আসে,হাজী এম এ কালাম সরকারি কলেজ'র ছাত্র-ছাত্রীদের জন্য রক্ত বিক্রি করা লাগলেও রক্ত বিক্রি করে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাঁরা। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ক্যানোয়ান চাক,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সানজিদা আক্তার রুনা,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান রায়হান মাহবুব ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ,যুবলীগ নেতা শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল আলম মুমু,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,কলেজ ও উপজেলা ছাত্রলীগের নানা স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।