নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউএনও রোমেন শর্মার সাথে কর্মকর্তাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় অফিসার্স ক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়। উক্ত সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ উপজেলার নানান সমস্যার বিষয় তুলে ধরেন। বিশেষ করে রেস্টহাউজ সংলগ্ন শিশু পার্ক পুনরায় মেরামত করে চালুকরণ, নাইক্ষ্যংছড়ি বাজারের রাস্তা সংস্কার, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকার পানির সমস্যা সমাধান,ছালেহ আহমদ সরকারি স্কুল মাঠ সমান করা, হাজী এম এ কালাম সরকারি কলেজের মাঠ সংস্কার করা,মাদকের বিরুদ্ধে সচেতনতাবৃদ্ধি,লাইসেন্সবিহীন টমটম গাড়ি বন্ধ,কিশোর টমটম চালক নিষিদ্ধ করা,মার্মা পাড়ায় ড্রেন স্থাপন,থানার মোড়ের সিএনজি স্টেশন নির্ধারিত পুরাতন স্টেশনে প্রত্যাবর্তনসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে উক্ত সভায় আলোচনা করা হয়। সভাপতি ইউএনও রোমেন শর্মা বক্তব্য শুনেন এবং বলেন-এই উপজেলায় যে যে সমস্যা আছে সে সব সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং প্রত্যাশা হিসেবে তিনি সবার সহযোগিতায় উক্ত সমস্যা বা ইতিবাচক দিকগুলো সমাধান হয়ে যাবে বলেন। তিনি উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বিশেষ করে শিশু পার্ক,স্কুল ও কলেজ মাঠ, বাজারের রাস্তা ও ড্রেন সম্পর্কে তৎক্ষণাৎ কিছু করা যায় কিনা জিজ্ঞাসা করেন এবং সমাধানের পথ বের করতে বলেন। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী'র প্রতিনিধি মো.আলহাজ্ব খায়রুল বশর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান এ জেড মো.ছলিম,উপজেলা নির্বাহী প্রকৌশলীনজরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, নাইক্ষ্যংছড়ি থানার ওসি(তদন্ত)মো. শাহাজান,প্রাণী-সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ছৈয়দ নুর,হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,বাইশারীর চেয়ারম্যান মো.আলম কোম্পানি, সোনাইছড়ির চেয়ারম্যান এ্যানিং মার্মা,ঘুমধুমের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজসহ উপজেলার বিভিন্ন-দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৃথক ভাবে আগামী মাস বিজয়ের মাস উপলক্ষ্যে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এই মহান দিবসগুলো যাতে মর্যাদার সাথে পালন করা যায়,সে উপলক্ষ্যে আলোচনা করা হয়। এতে উক্ত অতিথিবৃন্দ এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন।