আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির লেম্বুছড়িতে মিয়ানমারে পাচারের জন‍্য মজুদ করা বিপুল মালামাল আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ০৮:০৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

লেম্বুছড়ি বিওপির টহলদল কতৃক বাংলাদেশী বিভিন্ন  মালামাল আটক করা  করেছে।

৮ অক্টোবর মঙ্গলবার   সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপি কমান্ডার  নায়েক সুবেদার মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে টহল দল ববাহির মাঠ নামক স্থানে থেকে  মালিক বিহীন অবস্থায় বাংলাদেশী মালামাল আটক করেন। 

আটককৃত মালামালের মধ্যে রয়েছে।

কোকোনাট বিস্কুট ৪০৮প্যাকেট।

কোমল পানি গিয়ার-৮০ টি।

ইদুর মারার ফাঁদ-৮পিচ  চাউল-৫০কেজি।

লাভ ক্যান্ডি ১০ জার 

ফ্রেস ওয়েফার বিস্কুটের-১২ জার। উদ্ধার করা হয়। উল্লেখ্য,নাইক্ষ‍্যংছি ১১ বিজিবির অধিনস্থ সব সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেষ এবং চোরাচালান প্রতিরোধে ব‍্যাপক ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে।