নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাহিরমাঠ সীমান্ত এলাকায় প্রায় ঘন্টা ধরে মিয়ানমারের অল্প ভিতর থেকে পাল্টাপাল্টি গোলাগুলির তুমুল আওয়াজ সীমান্ত এলাকায় এসে মানুষের মাঝে কিছুটা ভয় ধরিয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে যাওয়া,ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ফিল্ড অফিসার মোঃ রেজাউল তখন উক্ত সীমান্ত এলাকার স্থানীয় কৃষকদের সাথে কথা বলছিলেন,তিনি জানান হঠাৎ করে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পিলার ৪৯ এবং ৫০ নং মাঝামাঝি এলাকা দিয়ে পাল্টাপাল্ট গোলাগুলির আনেক গুলো শব্দ তিনি শুনতে পান।বাহিরমাঠ এলাকার সাবেক ছাত্র নেতা মোঃ রাশেল বলেন, ১০ আগষ্ট শনিবার দুপুর ১২টা ৮ মিনিটের সময় সীমান্ত এলাকায় যে গোলাগুলির শব্দ এসেছে তা নিজেও শুনেছেন,তার ধারণা মিয়ানমার অভ্যন্তরে হয়তো দুই বিদ্রোহী আরকান আর্মি এবং আর এসওর মধ্যে তাদের কোন দ্বন্দ্বের কারণে ঐ গোলাগুলির ঘটনা ঘটেছে। উল্লেখ্য উক্ত এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিবির দৃষ্টি ফাকিঁ দিয়ে সীমান্ত এলাকার কাছাকাছি থাকা লোকজনের মাধ্যমে চোরাচালান করে থাকে চোরাকারবারিরা।