আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে মিয়ানমার থেকে এলো ৮টি বিস্ফোরণের শব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১৫ নভেম্বর ২০২৩ ১১:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রুর সীমান্তে এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে মিয়ানমার দুই বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প হতে ৮ টি মর্টার শেল বিস্ফোরণের শব্দ এসেছে।

বুধবার সকাল ৯ টা থেকে ৩০ মিনিট পযর্ন্ত কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধীনস্থ তুমব্রু বিওপির অধিনস্থ এলাকার সীমান্ত পিলার ৩৪ এর মধ‍্য স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে মিয়ানমারের দুই বিজিপির অধীনস্থ তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে ৮ টি বড় আকারের মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মর্টার বিস্ফোরণের শব্দ গুলো আসে থেমে থেমে,জানা যায় মিয়ানমার সেনা/ বিজিপি কর্তৃক আরাকান আর্মি অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তরে উক্ত মর্টার শেলের বিস্ফোরণ ঘটায় বলে জানা যায়। সীমান্তে বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,গত তিনদিন ধরে মিয়ানমারের ভিতর থেকে বিভিন্ন প্রকার গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ ঘুমধুম সীমান্ত এলাকায় আসা অব‍্যহত রয়েছে। ঘুমধুমের স্থানীয় নুরুল আলম জানান,গত কয়েদিনের এমন বিস্ফোরণের আওয়াজ আসাতে তাদের মনে কিছুটা আতঙ্ক কাজ করছে।ঘুমধুম তিন নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ আলম বলেন, বর্তমানে যে ফোটাফুটির বিকট শব্দ আসছে সে গুলো মিয়ানমারের ভিতরে হলেও বাংলাদেশের অভ‍্যন্তরে থাকা মানুষের মাঝে কিছুটা হলেও শংকা কাজ করছে।