আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে রোহিঙ্গা প্রত‍্যাবাসনের জন‍্য ট্রানজিট ক‍্যাম্পের নির্মাণ কাজ শুরু

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ ১২:৩৯:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্দেশ্যে RRRC কর্তৃক নির্ধারিত স্থানে তুমব্রু পাহাড় পাড়া মাঠে ট্রানজিট ক্যাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে।

সোমবার ২৩ অক্টোবর ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পাহাড় পাড়ায়  RRRC কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্ধারিত স্থানে ঠিকাদারি প্রতিষ্ঠান মিত্র কন্সট্রাকশান কতৃক ট্রানজিট ক্যাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। উক্ত কাজের শুরুতে দশজন শ্রমিকের মাধ্যমে ট্রানজিট ক্যাম্প স্থাপনের নির্ধারিত স্থানে টিন দিয়ে ঘেরাওয়ের কাজ শুরু হয়ছে বলে জানা যায়।

উল্লেখ্য, ঠিকাদারি প্রতিষ্ঠান মিত্র কন্সট্রাকশান কর্তৃক উক্ত স্থান ৪৭ (সাতচল্লিশ) টি ঘর,১ (একটি) কনফারেন্স রুম ও ১০ (দশ) টি ওয়াশরুম তৈরি করা হবে বলে সুত্রে জানা গেছে।