আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে রাজস্ব ফাঁকি দিয়ে আসা সিগারেট সহ আটক-৩

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : রবিবার ১৩ নভেম্বর ২০২২ ০৪:০৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল এলাকা থেকে ৫০০ প‌্যাকেট বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার(১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টা ২০ মিনিটের দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক'র সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বড়বিল-মগঘাট মোড়ের পাকা রাস্তার উপর নাম্বার বিহীন একটি সিএনজি তল্লাশি করে ৫০ বক্স (৫০০ প্যাকেট) বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃত ব‌্যক্তিরা হল: কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউপির ছাদির কাটা এলাকার আবুল বশরের পুত্র মোঃ আলম (২৯), নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম বড়বিল এলাকার নুরুল ইসলামের পুত্র আফসার উদ্দিন (২১) অপরজন একই এলাকার মীর আহাম্মদের পুত্র নুর আহাম্মদ (১৭)। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ি তল্লাসী করে ৫০ বক্স (৫০০প‌্যাকেট) বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে। বিভিন্ন সুত্রে জানা যায় ঘুমধুম এলাকার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধপথে মিয়ানমার থেকে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি সিগারেট টেনে কোটা দেশে ছড়িয়ে দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা,মাঝে মধ্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহু চালা নাটক করেছেন,তবে সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে অভিযান আরো জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।