আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে হাতির আক্রমণে নিহত বিজিবি সদস্যর পরিবারে চেক হস্তান্তর

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : শনিবার ১৯ নভেম্বর ২০২২ ০১:৫১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে নিহত বিজিবি সদস্য শহীদ নায়েব সুবেদার আব্দুল মান্নানের পরিবারকে বনবিভাগ কর্তৃক চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির কনফারেন্স কক্ষে এই মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গত ১৮ অক্টোবর ২০২২ তারিখ নাইক্ষ্যংছড়ির জোন ব্যাটালিয়ন ১১বিজিবির অধীনস্থ ভালুখাইয়া বিওপি'র বিওপি কমান্ডার হিসেবে কর্মরত থাকাকালীন শহীদ নায়েব সুবেদার আব্দুল মান্নান দেশ মাতৃকার টানে চোরাচালান দমন টহলে থাকা অবস্থায় বটতলীশিয়া নামক স্থানে বন্য হাতির আকস্মিক আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আনুষ্ঠানিকভাবে শহীদ বিজিবি সদস্যের পরিবারের নিকট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন বন বিভাগ কর্তৃক তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব,এএফডব্লিউসি,পিএসসি উপস্থিত থেকে নিহত বিজিবি সদস্যের পরিবারের নিকট তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়াও রামু রিজিয়ন পঞ্চাশ হাজার ও নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি পঞ্চাশ হাজার টাকা শহীদ পরিবারকে অনুদান প্রদান করেন এবং শহীদ নায়েব সুবেদার আব্দুল মান্নানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ শহীদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয় উক্ত অনুষ্ঠানে। এ সময় বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো.আজিজুর রউফ,পিএসসি,নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধিনায়ক লে: কর্নেল মো.রেজাউল করিম,উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুরুল কবীর, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস- হাসান, নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ রেজা, নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম,মরহুম শহিদ নায়েব সুবেদার আব্দুল মান্নানের পরিবারের দুই ছেলে আশিক হাসান ও ইমরুল এবং পরিবারের অন্য সদস্যবর্গ,বিজিবি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।