আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমার থেকে আনা ৮ গরু আটক

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১৬ নভেম্বর ২০২২ ০২:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি অধিনস্থ ফুলতলী থেকে ৮টি গরু মালিক বিহীন অবস্থায় আটক করেছে ফুলতলী বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ। সুত্রে জানা যায় বুধবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় ডাক্তার কাটা হতে মালিক বিহীন অবস্থায় গরু গুলো আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের সামান্য ভিতরে ব্যাপক মাইন পুতে রেখেছে সে দেশের সেনাবাহিনী, তবুও নিয়ম বারণ না মেনে বাংলাদেশের অনেক চোরাকারবারি মিয়ানমারের ভিতরে প্রবেশ করে সল্প দামে গরু,মহিষ ক্রয় করে বিভিন্ন পন্থায় স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে অধিক মোনাফা করে বিক্রি করেন। এই অবৈধ পন্থা অবলম্বন করতে গিয়ে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহত ঘটনা ঘটছে অহরহ, আবার অনেকে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে পুনরায় দেশের মাটিতে ফিরে না আসার নজির রয়েছে।