নাইক্ষ্যংছড়ি সীমান্তের তিন পিলার দিয়ে মাইন বিস্ফোরণের বিকট শব্দে ভোরে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন ৮ নম্বর ওয়ার্ড জামছড়ির স্থানীয় বাসিন্দা মোঃ রহমান জানান সীমান্ত পিলার ৪৫ দিয়ে ভোর ৫টা ২৯ মিনিটের সময় ১টি বড় আকারের শব্দ করে মিয়ানমারে সামান্য ভিতর থেকে মাইন বিস্ফোরণের আওয়াজ এসে ঘুমরত মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে,তখন অনেক মানুষ প্রাণ ভয়ে বিভিন্ন দোয়া দরুদ পড়েছেন,আবার সকাল ৭টা ৩ মিনিটের সময় আরো একটি বড় শব্দ করে ৪৬,৪৭ সীমানা পিলারের মাঝখান দিয়ে আওয়াজ আসে মিয়ানমার থেকে,ফলে স্থানীয় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। চাকঢালা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরিদ জানান সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পযর্ন্ত তিনি মোট তিনটি মাইন বিস্ফোরণের শব্দ মিয়ানমার কিছু অভ্যন্তর থেকে আসা শব্দ নিজ কানে শুনেছেন,তবে আওয়াজ গুলো কত নাম্বার পিলার দিয়ে এসেছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। অপর দিকে সীমান্ত এলাকার সবচাইতে বেশি স্পর্শকাতর ৩৪ ৩৫ পিলার দিয়ে গত ৬ দিন পর্যন্ত কোন প্রকার বিস্ফোরণের শব্দ মিয়ানমার থেকে আসেনি বলে জানান তমরুর ব্যবসায়ী মোঃ সরোয়ার তিনি আরো বলেন বিভিন্ন গোলাবারুদ ফোটার শব্দ তাদের এলাকায় না আসাতে মানুষজন ক্রমান্বয়ে আতঙ্ক মুক্ত হচ্ছেন। দৌছড়ি ইউনিয়নের সীমান্তের কাছাকাছি থাকা কৃষক মোঃ কামাল জানান তাদের সীমান্ত পিলারের এলাকা শান্ত আছে বিগত ১২দিন ধরে কোন গোলাবারুদ ফুটার শব্দ মিয়ানমার থেকে আসেনি।