আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির দুই দিনের পৃথক অভিযানে:৭ বিদেশি গরু আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক দুই দিনের পৃথক অভিযানে মালিকবিহীন ৭ বার্মিজ গরু আটক করেছে।

২২ সেপ্টেম্বর (রোববার) বিকেলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির নিয়মিত টহল দল কর্তৃক নাইক্ষ‍্যংছড়ির অভ্যন্তরে আকাশমনি বাগান নামক স্থান থেকে মালিকবিহীন ৪টি বার্মিজ গরু আটক করে। অপর দিকে ২৩ সেপ্টেম্বর সোমবার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি বিওপির হাবিলদার মোঃ বদরুলেের নেতৃত্বে অভিযান চালিয়ে বালুর মাঠ নামক স্থান থেকে ১টি এবং ভাল্লুক খাইয়া বিওপির হাবিলদার মোঃ লিটন মিয়ার নেতৃত্বে রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে ২টি মিয়ানমারের গরু আটক করে বলে সুত্রে জানা যায়।

সীমান্ত দিয়ে অসাধু চোরাকারবারিরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে  গরু নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার ভিতরে নিয়ে আসে। উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে সীমান্ত এলাকার চোরাকারবারিরা প্রতিদিন শত শত গরু,মহিষ মিয়ানমার থেকে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত পারি দিয়ে এনে পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন জায়গা দিয়ে হাটে  নিয়ে বিক্রি করে।এ বিষয়ে স্থানীয় কয়েকজন দেশীয় গরু খামারীদের সঙ্গে কথা হলে তারা বলেন, সীমান্ত সুরক্ষায় ১১ বিজিবির সদস্যরা কল্পনাঅতিত ভাবে কষ্ট করে যাচ্ছেন,পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে আসা অবৈধ গরুর বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হলে তাদের মত দেশীয় গরু খামারি যারা আছেন তারা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠে দাঁড়াতে পারতেন।