মঙ্গলবার ৪ এপ্রিল আনুমানিক সকাল ১১টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপির বিশেষ টহল কমান্ডার সুবেঃ মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে রেজুআমতলী তিন রাস্তা মোড়ে বাঁশ ঝাড়ের ভিতর থেকে মালিক বিহীন অবস্থায় ২,০০০(দুই হাজার) বার্মিজ তৈরি ইয়াবা ট্যাবলেট আটক করা করেছে। আটককৃত মালামালের সিজার মুল্য ৬,০০০০০/-( ছয় লক্ষ টাকা বলে জানা গেছে আটককৃত মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন দূর্গম জায়গা দিয়ে সম্প্রতি স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে স্থানীয় চোরাকারবারিরা বিভিন্ন ব্র্যান্ডের রাজস্ব বিহীন সিগারেট এবং মদ সহ আরো অন্যান্য সামগ্রী বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে সীমান্তে নিয়োজিত বিজিবির সদস্যরা তাদের তৎপরতাও কঠোরভাবে পালন করে আসছে বলে জানা যায়।