আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে ইয়াবা,মটর সাইকেল,স্মার্ট ফোনসহ আটক ৩ বহনকারী,মালিক অধরা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১৯ অগাস্ট ২০২৩ ০১:৩৫:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়িতে র‍্যাবের অভিযানে ইয়াবা,মটর সাইকেল,স্মার্ট ফোনসহ

আটক ৩ বহনকারী, অভিযানে  জব্দকৃত ইয়াবার মালিকরা অধরা রয়েছে। আর আটক হওয়া এ যুবকরা  হলো,শামসুল তবরিচ (২২)। সে নাইক্ষ্যংছড়ির পার্শবর্তী কচ্ছপিয়া ইউনিয়নের পুর্বহাজির পাড়ার  পেয়ার মোহাম্মদের ছেলে। বাকী ২ জনের বাড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বাজার এলাকায়। তাদের একজন হলো,

মোঃ রেজাউল করিম (২০)। তার 

পিতার নাম আবু মাসুম, অপরজন

আব্দুল্লাহ (২১)।সে এ গ্রামের দেলোয়ার হোসেন ছেলে।

র‍্যাব ১৫ কক্সবাজার অফিস সূত্র জানান, তাদের একটি  টহলদল 

১৭ আগষ্ট  বিকেল  সাড়ে ৩ টা দিকে নাইক্ষ্যংছড়ি সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন আদর্শগ্রাম এলাকায় হানা দেয়। এ সময সন্দেহজনক ভাবে ১টি টিভিএস মোটরসাইকেল সহ ৩ জন আরোহীকে  তল্লাশী করে। এ সময় তাদের কাছ থেকে  ৮ হাজার পিস  ইয়াবা টেবলেট এবং তিনটি স্মার্ট ফোন সহ তাদেরকে আটক করে । 

এ  ঘটনায় তারা  নাইক্ষ‍্যংছড়ি থানায় একটি এজাহার দায়ের করেন।  এ প্রক্ষিতে শুক্রবার (১৮ আগষ্ট)  সকালে  তাদেরকে বান্দরবান কোর্টে পাটিয়ে দেয়।

এদিকে আটক শামশুল আলমের পিতা পেয়ার মোহাম্মদ এ প্রতিবেদককে বলেন,

সে নিজে লেবার ও ভূমিহীন । তার ছেলে বাইক শ্রমিক। তারা এক বেলা  খায় আর অন্য বেলা উপোস থাকে। হয়তো ইয়াবা টেবলেট ব্যবসায়ী সিন্ডিকেট  কৌশলে প্যাসেঞ্জার সেজে তার সন্তানের বাইকটি ভাড়ায় নিয়ে কোথাও যাওয়ার কথা বলে নিয়ে যায় তার ছেলেকে।  আর এ কারণে 

র‍্যাবের অভিযান শুরু করলে ইয়াবার মালিকরা পালালেও শ্রমিকরা ধরা খায়। 

মূলত তার ছেলে ইয়াবা ব্যবসায়ী নয়। সে বাইক শ্রমিক।

তিনি আক্ষেপ করে বলেন তার ছেলে মাত্র  ক' মাস আগেই মোটর বাইক নিয়ে যাত্রী বহন কালে দুর্ঘটনায় পড়ে মেরুদন্ড হারায়।

এখনও সে রোগী। পেটের ও পরিবারের টানে অতি কষ্টে সে এ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। আর সন্ধ্যায় দু'' মুটো চাল নিয়ে বাড়ি ফিরে।  

অপর দিকে সচেতন মহলের দাবী, নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় ঘাপটি  মেরে থাকা কিছু ইয়াবা,সুপারী,স্বর্ণ ও অন্যান্য চোরাকারবারের গডফাদার এলাকার হতাশ ও  অসচ্ছল পরিবারের  যুবকদের ব্যবহার করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে  ইয়াবা টেবলেট সহ নানা পণ্য পাচার করছে। 

যা আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়েই করছে । তবে  র‍্যাব,বিজিবি ও পুলিশের অভিযানে ধরা পড়ছে সামান্য।

এ কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে এখন কোটিপতির সংখ্যা বেড়ে এখন হাজার ছুঁইছুঁই। যা ২ বছর আগে ছিলো শূণ্যের কোটায়।