আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে অবৈধ বিদেশি সুপারি আটক,বিকল্প সড়ক এখন সোনাইছড়ি

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ২৬ অগাস্ট ২০২৩ ১১:০৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ৭২ কেজি বার্মিজ সুপারি আটক করা করা হয়েছে।

শনিবার আনুমানিক বিকেল ৩টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ আদর্শ গ্রাম চেক পোস্টের হাবিঃ মোঃ আবেদ আলী এর নেতৃত্বে মালিক বিহীন ৭২ কেজি বার্মিজ সুপারি আটক করা হয়। 

যার বাজার মূল্য ৩৬হাজার টাকা বলে জানা যায়।

আটককৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য ব্যাটালিয়নে সদরের হেফাজতে রয়েছে। উল্লেখ্য বর্তমানে মিয়ানমারের উৎপাদিত শুকনা সুপারি নিরাপদে পাচার হচ্ছে নাইক্ষ‍্যংছড়ির বিভিন্ন বিচ্ছিন্ন পথ হয়ে সোনায়ছড়ি দিয়ে ভগবান টিলা দিয়ে রামু, কক্সবাজার,চকরিয়া, চট্টগ্রামে পাচার হচ্ছে প্রতিদিন কম করে হলেও ১০০ সিএনজি সুপারি,এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন নজর দারী না থাকাতে প্রবল উৎসাহ নিয়ে উক্ত সড়ক দিয়ে সুপারি পাচার নিয়ে ব‍্যাস্ত সময় পার করছেন কম করে হলেও শতাধিক ব‍্যাক্তি। ঐ সড়কে স্থায়ী ভাবে একটি প্রশাসনের চেক পোশ্ষ্ট স্থাপনের  প্রয়োজন মনে করছেন সুশীল সমাজের অনেকেই।