আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে: রাজস্ব ফাঁকি দিয়ে আসা বিপুল গরু আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে মালিক বিহীন ২৮ টি বার্মিজ গরু জব্দ  করেছে।

শনিনবার (৩০ সেপ্টেম্বর ) ভোর সাড়ে ৪ টার সময় নাইক্ষ‍্যংছড়ি  উপজেলার সোনাইছড়ি পাহাড়  নামক স্থান হতে মালিক বিহীন এই বার্মিজ গরু  আটক করা হয়।

১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকার বিভিন্ন বিওপির কর্মরত কর্মকর্তা এবং সদস্যদের ব্যাপক তৎপরতায় আগের চাইতে অনেক কমে এসেছে গরু চোরাচালান।

তবে সীমান্ত ঘেষা বসবাসকারী কিছু মানুষের সহযোগিতায় পার্শ্ববর্তী এলাকার কিছু লোক প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাই ভাবে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে পাহাড়, ঝিরি, ছড়া এবং গহীন অরণ্য দিয়ে গরু চোরাচালানে এখনো  ব‍্যাপক তৎপর রয়েছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি,র অধিনায়ক লেঃ কর্নেল সাহল আহমেদ নোবেল এসি,  সাংবাদিকদের জানান,

সীমান্ত সুরক্ষা চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।