নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সিগারেট সহ ১পাচারকারীকে আটক করেছে।
এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) সকালে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত সিএনজি গাড়ি তল্লাশি করে ১৫০০ প্যাকেট বিদেশী সিগারেট ও একটি সিএনজি গাড়ি সহ এক যুবককে আটক করতে সক্ষম হন পুলিশ।
আটককৃত ব্যক্তি উখিয়া উপজেলার কোটবাজার ৮নং ওযার্ড হলুদিয়া পালং এলাকার মৃত অরেন্দ্র বড়ুয়া এর ছেলে বিদর্শন বড়ুয়া (৪৩)।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানে এসব বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। আটককৃত বিদর্শন বড়ুয়ার এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য ঘুমধুমের সঙ্গে মিয়ানমারের সীমানা থাকাই অবৈধ সিগারেট এবং বিদেশী মদ ইয়াবা সহ সম্প্রতি অনেকে পুলিশ এবং বিজিবির হাতে আটক হয়েছে,তবুও থামানো যাচ্ছেনা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চলে আসে এই ব্যবসা।