বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর)সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,সহকারী কমিশনার ( ভূমি) উজ্জল রায়,পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বশর ও থানা'র অফিসার ইনচার্জ (ওসি)মো: আবদুল মান্নানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা,
রাজনৈতিক নেতৃবৃন্দ,৫ ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান ও সাংবাদিকসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলার বতর্মান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়া আগামীতেও আইন-শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণের মাঝে থাকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিনা অনুমতিতে কোন বিদেশী নাইক্ষ্যংছড়ির পার্বত্যঞ্চলে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে ও ব্যাপক আলোচনা হয়।