আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন প্রশিক্ষণে, অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন।

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ১১ জুন ২০২৩ ১০:০১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 নাইক্ষ্যংছড়ি ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ও ব্যবস্থাপনা’ শীর্ষক খামারীদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন ।

৯জুন হতে ১১জুন পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের আয়োজনে ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিএলআরআই এর আঞ্চলিক কেন্দ্র নাইক্ষ্যংছড়িতে উক্ত খামারী প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে  সভাপতিত্ব করেন বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর ছাদেক আহমেদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.তোফাজ্জেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মশিউর রহমান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা প্রমুখ।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের বলেন,কোন মা যদি শিক্ষিত হয়,তাঁর সন্তানেরা কখনো অশিক্ষিত হতে পারে না। এ জন্য মা'দের প্রশিক্ষণ অত্যাবশ্যক।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,এই প্রশিক্ষণে বাল্য বিবাহ ও মাদকের মত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেজন্য আয়োজনকারীদের ধন্যবাদ জানায় এবং প্রশিক্ষণার্থীদের বলেন প্রশিক্ষণেলব্ধ জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে নিজের ও সমাজে অবদান রাখবে।

জানা যায়,৩০ জন খামারীকে উল্লিখিত তিনদিন ব্যাপী ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণটি প্রদান করা হয়েছে।