আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে নতুন নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ১২'ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভূমি) উজ্জ্বল রায়। 

প্রধান অতিথি ছিলেন সদ‍্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। 

এ সময় তিনি বলেন,অপরূপ সুন্দর নাইক্ষ্যংছড়ির পাহাড়-প্রকৃতি। প্রথম সভার উপস্থিতিতে বোঝা গাছে এখানকার মানুষ প্রশাসন বান্ধব। কম সময়ের মেসেজ এ সর্বস্থরের মানুষ পরিচিতি সভায় যোগদান করেছেন।

তিনি সীমান্ত পরিস্থির কথা শুনে বলেন চোরাচালান বন্ধে তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবেন তা জিরো টলারেন্সে নিয়ে আসতে।

এছাড়া তিনি সরকারের উপজেলা পর্যায়ে নিষ্টার সাথে কাজ করতে তিনি সকলের সহায়তাও কামনা করেন।

বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান  যথাক্রমে মংহ্লা ওয়াই মার্মা ও

শামিমা আক্তার,থানার অফিসার ইনচার্জ

মোহাম্মদ আবদুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের লীগের সহ-সভাপতি 

মোহাম্মদ ইমরান চেয়ারম্যান,সদর ইউপি

চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবসার ইমন,

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি

মাঈনুদ্দিন খালেদ,উপজেলা কৃষি অফিসার মো: এনামুল হক,প্রেস ক্লাব আহবায়ক মো: আবদুল হামিদ, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবদুচ্ছাত্তার ও চুচু মং সার্মা সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ।