নাইক্ষ্যংছড়ি সীমান্ত পার হয়ে আসছে ইয়াবা, আর এ ধরণের চালান পাচারকালে কোটি টাকার ইয়াবা জব্দ করেছে বিজিবি ও র্যাব-১৫ এর একটি টিম। যার মূল্য প্রায় কোটি টাকার অধিক
নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল সাহল আহমেদ নোবেল এসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধে ১১ বিজিবি রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার ১৮ হাজার ৩ শত পিস ইয়াবা সহ ১ নারীকে তারা আটক করে নাইক্ষ্যংছগি থানায় সোর্পদ করেন।
যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।
এদিকে ককসবাজারস্থ র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন বলেন,তারা বিপুল পরিমান
ইয়াবা জব্দ করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে।
তিনি আরো জানান,এ সময় র্যাব একজনকে আটক করতে সক্ষম হন, তার নাম-বক্তার আহম্মদ (৩৯) সে ককসবাজার জেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় অনেকেই জানান,বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রচুর ইয়াবা বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে ইয়াবা সংশ্লিষ্ট চোরা কারবারিরা। সীমান্ত জনপদের অনেকেই চোখে পড়ার মত কোন কাজকর্ম না করেও তাদের চলা ফেরা দেখার মত।