নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার ( ভূমি) শামসুদ্দিন মো: রেজা।
এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন,প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ ও শিক্ষক রহমত সালামসহ শিক্ষার্থীদের প্রতিনিধি।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন,প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গিল আলম কাজল ও সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ।
সভায় বক্তারা বলেন,এ বছর সাক্ষরতা দিবসে ইউনেস্কোর নির্ধারিত প্রতিপাদ্য হলো 'পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার।"
এ বিষয়কে সামনে রেখে সকল সচেতন নাগরিককে দেশের ২৩ ভাগ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনতে ভূমিকা রাখতে হবে। নচেৎ সমাজ পিছিয়ে পড়বে।