অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে নাইক্ষ্যংছড়ির একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) দুপুর আড়াই টায়র সময়
উপজেলা সদরের পুরাতন স্টেশনের আনন্দ বেকারীকে এ জরিমানা করা হয়।
অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান এ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। সূত্র নিশ্চিত করে বলেন,গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক আনন্দ বেকারিতে অভিযান চালান। এ সময় তিনি দেখতে পান বেকারীর মালিক মোহাম্মদ মহসীনের তত্বাবধানে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি,কেক ও বিস্কুট সামগ্রী তৈরী করা হচ্ছে সেখানে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ও ৫২ ধারায় অভিযুক্ত মালিককে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এ আদালত।
বিষয়টি নিশ্চিত করেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উজ্জ্বল রায়।