আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৯শে আশ্বিন ১৪৩১

দেশের দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানালেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার

মোবারক হোসেন, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সর্বাত্বক সহযোগিতা করছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগিয়ে আসার আহবান জানান এরিয়া কমান্ডার। 

৩০ সেপ্টেম্বর সোমবার সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়িসেনা জোনের দায়িত্বপূর্ন এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণকালে ২৪ পদাতিক ডিভিশনের জি.ও.সি মেজর জেনারেল মো: মাইনুর রহমান এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, সাবাই মিলে যদি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায় তাহলে চলমান সংকট কেটে ওঠতে পারে। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে বন্যার্তরা আরো উপকৃত হভে বলে মনে করেন তিনি। 

জানা যায়, প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ডেউটিন, সেলাই মেশিন, সার বীজ বিতরণসহ ৮শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও আর্তিক সহায়তা হিসিবে নগত ২৫০জনের মাঝে ২০লাখ ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম,ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, লক্ষ্মীছড়ি জোন উপ অধিনায়ক মেজর সারোয়ার জাহানসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।