আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

দূর্গম পাহাড়ি এলাকায় গভীর নলকুপ স্থাপন করলো রামগড় ৪৩ বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৬ মার্চ ২০২৩ ০৭:৩১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়  লাচারীপাড়া বিওপির দূর্গম পাহাড়ি এলাকা কলসীরমুখে ১ টি সাবমার্সিবল ডিপ-টিউবওয়েল স্থাপন করা হয়।

রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে গভীর নলকুপটি ঐ এলাকায় বসবাসরত শতাধীক উপজাতিয় পরিবারের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন

৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ।

এসময় তিনি বলেন, পাহাড়ী ও বাঙ্গালী গরীব দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।