আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে দেয়াল লিখন।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) : | প্রকাশের সময় : বুধবার ১৪ অগাস্ট ২০২৪ ০৮:৫৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

ছাত্র জনতার আন্দোলনে মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়া পর তারুণ্যের বিজয়ী স্বাধীন চিন্তা ধারা বিকাশ লক্ষ্য করা গেছে। এই ধারাবাহিকতায় সারাদেশের মতো বান্দরবানের থানচিতে ছাত্র জনতার উদ্যোগে দেয়াল লিখন কার্যক্রম শুরু হয়েছে।

 

বুধবার (১৪ আগস্ট) সকালে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাচীরে দেয়াল লিখন কার্যক্রম শুরু করে। এসময় উৎসুক ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে প্রাচীর পরিস্কার পরিচ্ছন্ন সহকারে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন শিখতে থাকেন তারা।

 

এসময় ছাত্র ছাত্রীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুফল আজ সারাদেশেই ছড়িয়ে পরেছে। সেই লক্ষ্যে আমরা স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে মত প্রকাশের স্বাধীনতা স্বরূপ এই প্রথম এলাকার মানুষের চিন্তাধারাকে পরিবর্তন আনতে ও সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা এই দেয়াল লিখন কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে ছাত্র জনতার উদ্যোগে আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।