আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

তিন পার্বত্য জেলা বদলে যাবে অর্থনীতির চিত্র --পার্বত্য মন্ত্রী

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ ০২:৫৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

উন্নয়ন সভা, ১৬ ই নভেম্বর-বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অত্যন্ত আন্তরিক -পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণের জন্য অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্তিম ভালোবাসা, সেবার মনোভাব ও সহযোগিতা করার অব্যাহত প্রবণতা দেশকে উন্নয়নের শীর্ষের দিকে নিয়ে যাচ্ছে। মন্ত্রী আরোও বলেন, পার্বত্য তিন জেলায় সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ব্রিটিশ শাসন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের আমলে তা হয়নি। শেখ হাসিনা সরকার, বার বার দরকার- এটা কেবল শ্লোগানই নয়, বর্তমান বাস্তবতাও বটে। সমৃদ্ধির সোপানে বাংলাদেশ এবং পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সন্মানিত সচিব মোসাম্মৎ হামিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের সন্মানিত সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশৈপ্রু মারমা সহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন । সূত্র - পার্বত্য মন্ত্রী এর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী।