দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছদ্মবেশে জাল ভোট দিতে গেলে ৪জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্টেট পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান।
৭ জানুয়ারি রোববার বেলা পৌনে ১২টার দিকে বড় পানছড়ি (দক্ষিন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের মো. সাগরের ছেলে শওকত (১৯), আবদুল হকের ছেলে জহির হাসান (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে হালিম (২০) ও মৃত শাহজাহানের ছেলে কুল মিয়া।
ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।
খাগড়াছড়িতে সকাল ৮ টা থেকে ১৯৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সদর কেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বেশি দেখা গেলেও প্রত্যন্ত উপজাতীয় অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি ছিলো অনেকটাই কম।
জেলা শহরের মুসলিম পাড়া ভোট কেন্দ্রে। এ কেন্দ্রে নারী-পুরষের ভোটের লাইন দেখা গেছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫০৮ ভোট। জেলা সদরের স্বনির্ভর এলাকার খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোয়া ৮ টার দিকে প্রথম ভোট পড়ে। ২০৮৯ ভোটার সংখ্যার এ কেন্দ্রে সকালের দিকে কোনো ধরনের ভোটার লাইন দেখা যায়নি। সকাল পৌনে ১০টায় খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলে দেখা গেছে ভোটার উপস্থিতি অতিনগন্য। ২৯৫৮ ভোটের মধ্যে পড়েছে মাত্র ১৫০টি।
এদিকে লক্ষ্মীছড়ি উপজেলায় ১২টি কেন্দ্রর মধ্যে ৫টি কেন্দ্রই দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ওই ভোট কেন্দ্রগুলের সাথে মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ নেই। খোঁজ নিয় জানা যায়, ভোট শুরুর পর থেইে ভোটার উপস্থিতি একেবারে কম। দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৪ঘন্টায় ভোট পড়েছে ৩০০টি। এ কেন্দ্রে ভোট সংখ্যা ১৫৫৫ ভোট। লক্ষ্মীছড়ি সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫০। ভোটার সংখ্যা ১৪৫৪ভোট। লক্ষ্মীছড়ি কলেজে ভোট কেন্দ্রে ভোট ৪টা পর্যন্ত ভোট পড়েছে ১৩৯২টি। ভোটার সংখ্যা ১৮৬৬টি। দুল্যাতলী ইউনিয়নের জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৫১টি। ভোটার সংখ্যা ১৯৫২ ভোট। লক্ষ্মীছড়ি ইউনিয়নের মংহলা পাড়া ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৩২০ভোট। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৫৮ ভোট। লক্ষ্মীছড়ি বেশ কয়েকটি কেন্দ্রে জাল ভোটের ছড়াছড়ি এমন খবর পাওয়া গেলেও সাংবাদিকদের কাছে এ বিষেয় কেউ মুখ খুলেনি।
জানা যায় মাগ্রাছড়ি এলাকায় সকালের দিকে গুলির শব্দ শোনা গেছে। এদিকে লক্ষ্মীছড়ি যতিন্দ্রকারবারী পাড়া, কুতুপছড়ি ও বর্মাছড়ি এলাকার কেন্দ্রগুলো ছিল ভোটার শুন্য। বেলা ২টা পর্যন্ত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন কন্ট্রোল রুমের তথ্য্য অনুযায়ি ভোটার পড়েছে ৬হাজার ৮২১ভোট। শতকরা হার ২১.৮৫%। এ উপজেলায় মোট ভোটার ২১হাজার ১৮৫ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হলেও চলছি ভোট গণনা।
তৃণমূল বিএনপির প্রার্থী উশৈ প্রæ মারমার অভিযোগ, কয়েকটি কেন্দ্রের আশপাশে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
অপর দিকে জাতীয় পাটির প্রার্থী মিথিলা রোয়াজার অভিযোগ বিভিন্ন কেন্দ্রে জাল ভোট পড়ছে। এভাবে চলতে থাকলে তিনি ভোট বর্জন করা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। এবার খাগড়াছড়িতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪’শ ১৯ জন।
ভোটের সার্বিক নিরাপত্তার জন্য মাঠে আছে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট।