জেলার রামগড়ে ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় বিভিন্ন সময়ে আটককৃত ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বাগানবাজার হাইস্কুল মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন প্রকার ৭২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২০৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট রয়েছে।
৪৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে পরিচালক অপারেশন (চট্টগ্রাম) লে: কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ২৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, লে: কর্নেল সফিকুর রহমান, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী চট্টগ্রাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খাগড়াছড়ি সহ বিজিবি'র পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা-বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মী সহ সকল স্তরের নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।