আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন। এর অংশ হিসেবে শনিবার বিকাল ৩টায় রাঙামাটির নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রান্ত থেকে ছয়টি জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
ওই কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা, থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনি এলাকাগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, শনিবারের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। জননেত্রী শেখ হাসিনার এই নির্বাচনী ভাষণের মধ্য দিয়ে ভোটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং নৌকা মার্কার প্রচারণায় দলীয় সভাপতির ভাষণ ফলপ্রসূ হবে। সভাস্থলে বিপুল সংখ্যক লোকের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার সকালে জনসভাস্থল বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য আশীষ কুমার নব, আবু তৈয়বসহ অন্যান্য নেতৃবৃন্দরা।