আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ২৭ নভেম্বর ২০২২ ১০:০৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে পৌঁছেছে।  

রোববার (২৭ নভেম্বর) এ তথ্য জানা গেছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে। জেলায় বৃষ্টিকম হওয়ায় কাপ্তাই হ্রদে যথেষ্ট পরিমাণ পানি থাকায় শীতের শুরুতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

 

 

জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ১ নম্বর ইউনিটটি মেরামত করা হচ্ছে। হ্রদে পানি স্বল্পতার কারণে ৩, ৪ এবং ৫ নম্বর ইউনিটটি সচল করা যাচ্ছে না।

বছরের অন্যান্যবারের ন্যায় চলতি মওসুমে কাপ্তাই হ্রদে রোলকার্ভ অনুযায়ী ১০৬ দশমিক ৬ ফুট মিনস সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা। কিন্তু হ্রদে পানি রয়েছে ৯০ দশমিক ৯ ফুট মীন সি লেভেল (এমএসএল)।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন বলেন, চলতি মওসুমে রাঙামাটিতে বৃষ্টি কম হওয়ায় হ্রদে পানি থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যে কারণে আশঙ্ক করা হচ্ছে যেকোনো সময় লোডশেডিং বেড়ে যেতে পারে।