আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে ৫০ প্লাটুন বিজিবি মোতায়েন

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৬:০৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃংঙ্খলা রক্ষায় বান্দরবান জেলায় ৫০ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর থেকে জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি ইউনিয়নে বিজিবি অবস্থান নিয়েছে। 

 

এসব বিজিবি সদস্যরা নির্বাচন পরবর্তী ১০ জানুয়ারী পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে কাজ করবে বলে বিজিবি সুত্র জানিয়েছে। (শনিবার ৩০ ডিসেম্বর)  সকাল থেকে জেলা শহরের সুয়ালক,রেইছাসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় জনগণের নিরাপত্তার স্বার্থে বিজিবি টহল দিতে দেখা গেছে। 

 

নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নির্বিঘ্নে ভোটাররা কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে সে লক্ষ্যে বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে বলে জানা যায়।